বার্ষিক শিক্ষা সফর

বাস্তব জ্ঞান অারোহন ও বিনোদনের উদ্দ্যেশে সামছুল  হক মোল্লা স্কুল ও কলেজের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয় ১৫ ই ফেব্রুয়ারি। এ শিক্ষা সফরে প্রায় ৫০ জন শিক্ষার্থী ও ৫ জন শিক্ষক তাদের বাস্তব জ্ঞানের ভান্ডার কে সমৃদ্ধ করে। ঐতিহ্যবাহী বন্দর নগরী নারায়নগঞ্জের লোকশিল্প যাদুঘর ও পেরাব তাজমহল ভ্রমন শেষে সকলে প্রশান্ত মনে ফিরে অাসে সন্ধা বেলা।দুপুরে ছিল সুস্বাদু মধ্যন্যভোজ।বিকালে সাংস্কৃতিক অনুস্ঠানের সাথে ছিল অাকষর্নীয় ক্রিকেট খেলা।
 

Comments

সর্বাধিক জনপ্রিয়

পরিচালনা পর্ষদ

শতভাগ পাশের গৌরব ধরে রাখল চান্দিনার সামছুল হক মোল্লা স্কুল এন্ড কলেজ